ঢাকা (রাত ১:৪১) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদন্ড

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock সোমবার রাত ১১:০০, ২৪ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি মামলায় আলামিন ইসলাম ওরফে ফকির (২০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (২৪ জুলাই) বিকেল পৌনে ৩ টার দিকে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

দন্ডিত আলামিন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জৈটাবটতলা গ্রামের আনারুল হকের ছেলে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের দারিয়াপুর এলাকায় রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী সড়কে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বগুড়ার অপারেশন এন্ড ইনটেলিজেন্স সেলের অভিযানে ১ শত গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় আলামিন।

এ ঘটনায় ওই বছরের ১৯ সেপ্টেম্বর নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন এপিবিএন তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক সোহেল রানা ২০২০ সালের ১ অক্টোবর আলামিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

দীর্ঘ শুনানী শেষে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী এই রায় প্রদাণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT