ঢাকা (দুপুর ১:১৮) সোমবার, ২০শে মে, ২০২৪ ইং

চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদন্ড



চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি মামলায় আলামিন ইসলাম ওরফে ফকির (২০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (২৪ জুলাই) বিকেল পৌনে ৩ টার দিকে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

দন্ডিত আলামিন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জৈটাবটতলা গ্রামের আনারুল হকের ছেলে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের দারিয়াপুর এলাকায় রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী সড়কে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বগুড়ার অপারেশন এন্ড ইনটেলিজেন্স সেলের অভিযানে ১ শত গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় আলামিন।

এ ঘটনায় ওই বছরের ১৯ সেপ্টেম্বর নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন এপিবিএন তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক সোহেল রানা ২০২০ সালের ১ অক্টোবর আলামিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

দীর্ঘ শুনানী শেষে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী এই রায় প্রদাণ করেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT