ঢাকা (সকাল ১১:৩৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে আপত্তিকর অবস্থায় আওয়ামীলীগ নেতা আটক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার রাত ১০:৩২, ২ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের গাঁড়াটোলা এলাকা থেকে আপত্তিকর অবস্থায় এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছেন স্থানীয় জনতা। এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় জনতা ওই আওয়ামীলীগ নেতাসহ প্রবাসীর স্ত্রীকে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পরে শিবগঞ্জ থানা পুলিশের নিকট ওই দুজনকে সোপর্দ করা হয়।

আটককৃত আওয়ামীলীগ নেতা জেলার শিবগঞ্জ উপজেলার ৮ নং বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে আহসান হাবিব ওরফে টিটেন বাবু। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ শিবগঞ্জ উপজেলা শাখার কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। তার রাজনৈতিক এই পদটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নাজমুল কবির মুক্তা।

এ বিষয়ে কাউসার আলী নামের এক প্রত্যক্ষদর্শী ঘটনাস্থল থেকে রাতেই মুঠোফোনে জানান, টিটেন বাবু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী। তিনি চেয়াম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাতে নিয়মিত গণসংযোগ করছেন। তিনি প্রায়ই একজন দুবাই প্রবাসীর স্ত্রীর কাছে যাতায়াত করেন। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যায়। আর শুক্রবার রাতে তিনি ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে আপত্তিকর কাজে লিপ্ত ছিলেন। এমতাবস্থায় স্থানীয়রা তাদের দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়।

এদিকে আওয়ামীলীগ নেতাকে আটক বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো.আসাদুজ্জামান শনিবার সকালে জানান, টিটেন বাবু এলাকায় প্রভাবশালী বলে কেউ কিছু বলতে পারেনা। তিনি প্রায় রাতেই ওই প্রবাসীর স্ত্রীর ঘরে যেতেন বলে এলাকাবাসী জানান।

শুক্রবার দিবাগত গভীর রাত প্রায় ১১টার দিকে আপত্তিকর অবস্থায় টিটেন বাবুসহ ওই নারীকে ধরে স্থানীয়রা শিবগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT