ঢাকা (রাত ১০:১৫) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার দুপুর ০৩:২৩, ২৮ সেপ্টেম্বর, ২০২০

“সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে” প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

এ সময় জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, সচেতন নাগরিক কমিটি-সনাকের জেলা সভাপতি এ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম রেজা, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক প্রমুখ।

সচেতন নাগরিক কমিটি-সনাকের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা, অবাধ তথ্য প্রবাহের যুগে বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য প্রাপ্তি সহজ করার জন্য সভাপতির সুদৃষ্টি কামনা করেন। সেই সাথে অবাধ তথ্য প্রবাহের যুগে বিভিন্ন জনসচেতনতামূলক তথ্য মানুষের দ্বোড় গোড়ায় পৌঁছানোর ফলে জনগণ সুফল পাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

এর আগে রাজশাহী বিভাগের ৮টি জেলা ও তাদের উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি ও উপকারভোগীদের নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা শুনে এর বস্তুনিষ্ঠ সমাধানে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবির খোন্দকার।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওঁরাও, সিভিল সার্জণ ডা. জাহিদ নজরুল চৌধুরী, কৃষি সম্প্রসারণ উপপরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. ওহিদুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT