ঢাকা (সন্ধ্যা ৬:৩২) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দুঃস্থ্যদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার সন্ধ্যা ০৭:০৭, ১২ মে, ২০২১

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিজস্ব যাকাত ফান্ড হতে কর্মহীন, দরিদ্র, অসহায় ও দুঃস্থ্যদের মাঝে সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৪ ব্যাচের পক্ষ থেকে এইসব বিতরণ করা হয়।


এ উপলক্ষ্যে ১২ মে বুধবার বিকাল ৪টায় হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় ৯৪ ব্যাচ এ্যালামনাই এ্যাসোসিয়েশন।

এ সময় সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোল্লা হাসান শরিফ সনি এবং সাধারণ সম্পাদক মো. নাসিরুল হকের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে সংগঠনের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম সরকার, ইঞ্জিনিয়ার মো. পরাগ আফতাবি, ইঞ্জিনিয়ার মো. গোলাম কিবরিয়া, কোষাধ্যক্ষ মো. শাহজামান, সংগঠনের সদস্য ও কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. এনামুল হক, রাজশাহীর দূর্গাপুর থানা শিক্ষা অফিসার মো. মোখলেসুর রহমান মিঠু, দূদকের কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মো. বাসেদ আলী, রাজশাহীর তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মো. হোসেন খাঁন, সংগঠনের সহ-সভাপতি মো. ইউসুফ আলী, ব্যবসায়ী মো. রাশেদুল আজিম রানাসহ সংহঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতরণকালে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোল্লা হাসান শরিফ সনি জানান, বেশ কয়েক বছর ধরেই হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৪ ব্যাচের বন্ধুরা নিজ উদ্দ্যোগে ২৯ রমজানের দিনে ইফতারসহ এই জাতীয় কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু করোনা পরিস্থিতিরি কারণে ইফতার কার্যক্রম বন্ধ থাকলেও এ অঞ্চলের কর্মহীন, দরিদ্র, অসহায় ও দুঃস্থ্যদের মাঝে সেলাইমেশিন এবং নগদ অর্থ বিতরণ করা হলো। এরপরেও আমরা এসব মনিটরিং করবো যারা এগুলো পেলেন তারা ঠিকমত নিজ কাজে ব্যবহার করছেন কিনা। তাহলেই পরবর্তীতে আমরা আরো ভালো কিছু করার উৎসাহ পাবো।

প্রসঙ্গত, অনুষ্ঠানে এগারো জন দুঃস্থ্য মহিলার মাঝে ১১টি সেলাই মেশিন এবং নগদ ৬২ হাজার ২শত টাকা প্রদাণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT