ঢাকা (রাত ৩:০২) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিকারপুরে গাঁজাসহ আটক এক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ১০:৫৩, ৩ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক;গাঁজা জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার সকালে এক বিশেষ অভিযানে এই মাদক জব্দ করে র‌্যাব-৫। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। র‌্যাবের দাবী আটক ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

আটক ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজার এলাকার টোলবাড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে সেলিম রেজা (৫৫)।

এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, আম বাগানের ভিতর মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শিকারপুর গ্রামের মোংলার আম বাগানের ভিতর অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ সেলিমকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার সাথে থাকা একটি বাইসাইকেল জব্দ করে র‌্যাব সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী সেলিম রেজা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT