চাঁপাইনবাবগঞ্জের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৬
এস এম সাখাওয়াত জামিল দোলন বুধবার সকাল ১০:৫৬, ২১ জুন, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথের বিশাল রথযাত্রা। ভক্তদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পৌর এলাকার বিভিন্ন সড়ক। কিন্তু বিধিবাম। রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার নামোশংকরবাটি ঘোষপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, পৌর এলাকার নামোশংকরবাটি ঘোষপাড়ার রতন ঘোষের ছেলে সঞ্জম ঘোষ (৩৫), মধুলাল ঘোষের ছেলে মিতম ঘোষ (২৫), কৃষ্ণ ঘোষের ছেলে সমিত ঘোষ (২০) এবং রুপলাল ঘোষের ছেলে প্রিজয় ঘোষ (৯)।
এছাড়া আহতরা হলেন, পৌর এলাকার নামোশংকরবাটি ঘোষপাড়ার বিষু ঘোষের ছেলে চন্দ্র ঘোষ (২০) ও ভাটোপাড়ার দিলিপ সাহা (৪৬)।
এ বিষয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, শহরের মতো পৌর এলাকার নামোশংকরবাটি ঘোষপাড়া মন্দির থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় রথ নিয়ে বের হবার কিছু পরেই রাস্তার ওপর বাড়ির বিদ্যুৎ সংযোগ লাইনের লিক থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, নামোশংকবাটি-ঘোষপাড়া জগন্নাথের রথটি ছিলো স্টেইনলেস স্টিলের তৈরি। রথটি টানার সময় রাস্তার বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে ছয় জন আহত হন। আর উদ্ভূত পরিস্থিতিতে রথযাত্রা বাতিল করেন আয়োজকরা।
তিনি আরো বলেন, এদের মধ্যে সঞ্জম ঘোষ, মিতম ঘোষ, সমিত ঘোষ ও প্রিজয় ঘোষকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর বাকিরা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।