ঢাকা (বিকাল ৩:৩৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে আদর্শ সাহিত্য সাংস্কৃতিক সংসদের বৃত্তি প্রদান

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার রাত ১১:০২, ৪ মে, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে একটি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকাল ১০টায় আদর্শ সাহিত্য সাংস্কৃতিক  সংসদের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডা. গোলাম কাজেম আলী আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা. এলাহী বক্স এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যাপক মো. আমানুল্লাহ ও দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।

আদর্শ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, প্রাক্তন শিক্ষক মো. কশিমুদ্দীন, আব্দুল লতিফ, মাওলানা নইমুদ্দিন, মাওলানা আলতাফ হোসেনসহ এলাকার বিশিষ্টজন ও শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় জানানো হয়, আদর্শ সাহিত্য সাংস্কৃতিক সংসদ প্রতি বছরের ন্যায় গত বছরের ডিসেম্বর মাসে পরিক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যটাগরিতে ৫৯ জন পরিক্ষার্থীকে বাছাই করে এবং ঈদ-উল-ফিতরের পরের দিন, মঙ্গলবার সেই বাছাইকৃত ৫৯ পরিক্ষার্থীদের মাঝে মোট ৮৭ হাজার টাকা প্রদান করা হলো। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT