ঢাকা (রাত ৩:০৮) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে সিরাপ উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ১১:১০, ১ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রোববার দুপুরে মালিকবিহিন এই সিরাপ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা রোববার বিকাল সোয়া ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপির হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে তেলকুপি বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/৯-এস হতে আনুমানিক ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়া এলাকায় রোববার দুপুর সাড়ে ৩টায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩৬ হাজার টাকা মূল্যের ৯০ বোতল ইস্কাফ সিরাপ মালিকবিহিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইস্কাফ সিরাপের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT