ঢাকা (রাত ১:২৭) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের চামুচা সীমান্তে কচ্ছপের হাড় চোরাচালানের পলাতক আসামী আটক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ০২:১৮, ১৫ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত এলাকা দিয়ে ২ কোটি টাকা মূল্যের কচ্ছপের হাড় চোরাচালানের মূল পলাতক আসামীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

গতকাল শনিবার দুপুরে বিওপির বিশেষ টহল দল তাকে আটক করে।

আটককৃত পলাতক আসামী হলো- জেলার ভোলাহাট উপজেলার ফুটানী বাজার এলাকার চামুচা গ্রামের বাবুল হোসেনের ছেলে ইদুল (২২)।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, চলতি বছরের ৩ জুলাই শনিবার চামুচা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ১৩৫ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়। যার মূল্য ছিলো ২ কোটি ২ লক্ষ ৫০ হাজার টাকা। ওই সময় কচ্ছপের হাড় চোরাচালানের মূল আসামী ইদুল বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অব্যাহত অভিযানে শনিবার দুপুর ২টায় চামুচা বিওপির বিশেষ টহল দল তাকে আটক করে।

আটককৃত আসামীকে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT