ঢাকা (সন্ধ্যা ৬:০২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চলে গেলেন নাচোলের সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার বিকেল ০৫:৪১, ১৪ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান (৫১) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

শনিবার বিকেল পৌনে ৩ টায় ঢাকা পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন।

এই রোগে আক্রান্ত হয়ে তিনি প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরেসেখানে অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় রাজধানী ঢাকার পিজি হাসপাতালে। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর অবশেষে আজ শনিবার ১৪ নভেম্বও তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে নাচোলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মীগণ রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

রবিবার সকালে হাজিডাঙায় জানাযা শেষে তাঁকে হাজিডাঙা গোরস্থানে দাফন করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT