চকপাড়া সীমান্তে ভারতীয় ফেনসিডিল উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ শনিবার দুপুর ০২:৪৮, ২৩ জানুয়ারী, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫ টায় জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় চকপাড়া বিওপির নায়েব সুবেদার মুন্সী সলিমুল্লাহর নেতৃত্বাধীন টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত পিলার ১৮৩/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকপাড়া মাঠের মধ্যে মালিকবিহীন ২৪২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৯৬ হাজার ৮ শত টাকা।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।