ঢাকা (রাত ১২:০৮) মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

গৌরীপুর রাইসমিল মালিকদের নিয়ে অবহিতকরণ সভা



ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে স্থানীয় রাইসমিল মালিকদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।

 

সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তরা রাইসমিল মালিকদের খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইন ২০২৩ সর্ম্পকে অবহিত করেন।

 

এছাড়াও রাইসমিল মালিক থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহকৃত চালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং উৎপাদন ও সরবরাহ মূল্য সংক্রান্ত আইন ও পরিপত্র সম্পর্কে অবহিতকরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, শ্যামগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম, অটো মেজর হাসকিন মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, রাইসমিল মালিক শ্যামল বসাক, নীল কমল বসাক, ফারুক আহমেদ, আঞ্জুমান আরা চৌধুরী, বিপ্লব চন্দ্র পাল, শামীম খান, জামাল উদ্দিন, সালাউদ্দিন আহমেদ উজ্জল প্রমুখ।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT