ঢাকা (ভোর ৫:০৬) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুর ফ্রি ডেন্টাল ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা প্রদান

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার বিকেল ০৪:৩০, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা বাজারে শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী অভিজ্ঞ ডেন্টাল চিকিৎসকের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

বাকী-রাফি মেডিকেল সেন্টার ও ফিউচার একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডা. এ.কে.এম মাহফুজুর রহমান (ফেরদৌস) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি কৃষিবিদ মোঃ আব্দুর রহিম মিন্টু।

এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মোঃ তানজীর আহমেদ রাজিব।
ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার এর সার্বিক তত্তাবধানে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. মোঃ মাহফুজ হাসান, ডা. মোঃ আব্দুল খালেক সরকার, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ দেলোয়ার হোসাইন, ডা. আব্দুল্লাহ বাকী প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ বিল্লাহ হোসেন ফকির।

ফ্রি মেডিকেল ক্যাম্পে দাঁতের সমস্যা ছাড়াও অন্যান্য রোগেরও প্রাথমিক চিকিৎসা দেন উপস্থিত চিকিৎসকবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT