ঢাকা (রাত ১০:১৬) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুর ছাত্র ইউনিয়নের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার রাত ০৯:০৯, ২৬ এপ্রিল, ২০২৪

শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র, সমাজ প্রগতির লড়াইয়ের ঐতিহ্যবাহী ছাত্র গণ-সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুরে। প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদীচী ভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদীচী ভবনে গিয়ে শেষ হয়।

শুক্রবার বিকেলে উপজেলার পৌর শহরের সাংবাদিক সুরেশ কৈরি সড়কের স্থানীয় উদীচী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত।

ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন-আল-বারী, উপজেলা কৃষক সমিতির সভাপতি মুজিবুর রহমান ফকির, সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত, ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সাবেক সভাপতি ওবায়দুর রহমান, সাবেক সভাপতি আলী আশরাফ আবীর, ময়মনসিংহ শহর কমিটির সাবেক সভাপতি মাহমুদুল হাসান শুভ, উপজেলা শাখার সাবেক সদস্য এস সুমন, ঢাকা বিশ^বিদ্যালয় শাখার আহবায়ক কমিটির সদস্য শান্ত দত্ত, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অর্পিতা কবির এ্যানি প্রমুখ।

আলোচনা শেষে ১০ মে গৌরীপুর উপজেলা শাখার ১৯ তম সম্মেলনের সিদ্ধান্ত হয়। সম্মেলনে ৫১ সদস্যবিশিষ্ট সম্মেলন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান সালমান মিয়া, আহবায়ক অর্পিতা কবির এ্যানি, যুগ্ম আহবায়ক রেদুয়ান আহমেদ।

উল্লেখ্য, ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ ও রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে স্বৈরাচার, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী প্রগতিশীল ছাত্র আন্দোলনকে সংগঠিত করার আহবান নিয়ে ১৯৫২ সালের ২৬ এপ্রিল গড়ে উঠে তৎকালীন ‘পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন’। স্বাধীনতাত্তোর প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT