ঢাকা (দুপুর ১২:৫৩) রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে হযরত চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার সন্ধ্যা ০৬:২১, ১৯ আগস্ট, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবীতে ইউপি সদস্য মো. শহীদুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার (১৯ আগষ্ট) বিকেলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

ইউপি সদস্য মো. ওয়াসিম বলেন, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের কার্যকলাপ ব্যাহত হয়েছে এটার জন্য একমাত্র চেয়ারম্যান দায়ী। আমাদের চেয়ারম্যান নিয়মিত অফিসে আসেন না। দুই-তিন মাস পরপর একদিন অফিসে আসে এবং যত ধরণের কাগজপত্র আছে জনগণের সেবা যে গুলা বিনামূল্যে দেয়ার দরকার এগুলোর মধ্যে প্রত্যেকটা প্রত্যয়ন পত্র ৩শ টাকা ও একটা ওয়ারিশান সনদ ৫শ-৬শ টাকা নেয়। এরকম দুর্নীতি পর্যায়ে ইউনিয়নবাসী অতিষ্ট হয়ে গেছে। এখন ইউনিয়নবাসীর দাবী একটাই চেয়ারম্যানের পদত্যাগ এবং আমরা ইউপি সদস্যগণও তাঁর পদত্যাগ দাবী করছি। আমাদের ইউনিয়ন পরিষদে টি.আর, কাবিখা প্রকল্প আসে, কোন প্রকল্প কোথায় আসে আমরা তা জানিনা। চেয়ারম্যান এই প্রকল্পগুলো মনগড়া করে সব লুটপাট করে খেয়ে ফেলতেছে। আমরা ইউনিয়নবাসীকে কোন ধরনের সেবা দিতে পারিনা রাস্তাঘাটের অবস্থা খুব নাজেহাল, কোন রাস্তায় মাটি খাটতে পারি নাই। চল্লিশ দিনের যে কর্মসূচী তা কোথাও দেয়া হয়নি, সব চেয়ারম্যান তুলে নিয়েছে। তাই, আমরা ইউনিয়নবাসী মিলে তাঁর পদত্যাগ দাবী জানাচ্ছি।

ইউপি সদস্য মোঃ শহীদুল্লাহ বলেন, তিনি নৌকা মার্কার একজন চেয়ারম্যান, তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলো। তারা তিন বছরে যে দুর্নীতি করেছে তার জন্য পদত্যাগ দাবী করছি।

সাবেক ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া বলেন, আমি ইউপি সদস্য থাকাকালীন আমার নামে সাড়ে তিন লক্ষ টাকার প্রকল্প দিয়ে পরে সচিবকে নিয়ে উক্ত প্রকল্পের টাকা তুলে নিয়ে যায়। এই দুর্নীতির জন্য তাঁর পদত্যাগ দাবী করেন তিনি।

ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী জানান, আমাকে জনসাধারণ সব সময় কাছে পায়। আমার বিরুদ্ধে দুর্নীতি-লুটপাটের যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। আমাকে হেয় প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে তারা।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, গতকালকে আমার কাছে হযরত আলীর বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিলো সে প্রেক্ষিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন দেয়ার জন্য। আজকেও একটা মিছিল এসেছিলো তার পদত্যাগের দাবীতে। এটি স্থানীয় সরকারের একটা প্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকারের নিকট প্রেরণ করবো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT