ঢাকা (সন্ধ্যা ৬:৩২) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে মৎস্য ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের ১ লাখ টাকা জরিমানা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার ভোর ০৪:০৮, ২৬ সেপ্টেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে অবৈধ মাছের পোনা উৎপাদনের দায়ে বন্ধন মৎস্য হ্যাচারী ও ফিসারিজকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ উপজেলার কলতাপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে এ কে এম আমিনুল হকের মালিকানাধীন বন্ধন মৎস্য হ্যাচারী ও ফিসারিজ রয়েছে।

সম্প্রতি ওই হ্যাচারীতে অবৈধ প্রজাতির পোনা উৎপাদন শুরু করেন তিনি। খবর পেয়ে বৃহস্পতিবার হ্যাচারীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে মৎস্য হ্যাচারী আইনে আমিনুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেল নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ রাহাত অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে আমাদের এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এছাড়া তিনি বিভিন্ন খাল ও নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ মারার বানা ভেঙ্গে দেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT