ঢাকা (রাত ২:৩৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock রবিবার রাত ১১:৩২, ১ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের স্থানীয় হারুন পার্কে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় ছাত্র আন্দোলনে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বিএনপি নেতারা।

কর্মসূচীতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহবায়ক সুজিত দাস, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, যুবনেতা পল্লব খান, আঃ বাকী রানা, আঃ হানিফ, বিএনপি নেতা আজিজ মন্ডল, আতাউর রহমান আতা, আঃ মান্নান, এখলাছুর রহমান কিরণ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ।

পরে বন্যার্তদের সাহায্যার্থে ত্রাণ তহবিল সংরক্ষণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT