গৌরীপুরে বসন্ত বরণ উৎসব পালিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ রবিবার রাত ১০:৩৫, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
ময়মনসিংহ গৌরীপুর উপজেলা শিক্ষা অফিসার এর উদ্যোগে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে রবিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে কদম তলা। বাসন্তী সাজে সজ্জিত হয়ে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হন হরেক রকমের বাহারী পিঠার থালা হাতে নিয়ে।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত এর সভাপতিত্বে উক্ত বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাদিউল ইসলাম, মোঃ মোজাহিদুল ইসলাম, ফেরদৌসী জান্নাত খান, ফারজানা জান্নাত খান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, জাহানারা বেগম, সেলিনা, আসলাম হায়দার, হোসেন আরা বেগম, আব্দুল মান্নান প্রমুখ।