ঢাকা (বিকাল ৪:৩৭) বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ ইং

গৌরীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী



ময়মনসিংহের গৌরীপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলার সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক প্রমুখ।

বিজয়ীরা হলেন স্কুল পর্যায়ে কুইজে মো. রাইসুল হাসান, আজমেরী সুলতানা সায়মা, ইয়াসিন আরাফাত আপন, মুহাম্মদ শাদমান করিম, অরিজৎ সেন, সাবিক আল হাসান সানি, মো. অলি উল্লাহ, মোছা. মোবাশ্বিরা জান্নাত, মোছা. তাসনোবা জাহান, কলেজ পর্যায়ে রেজাউল বিন ইসলাম শুভ, ইয়ানিনা অনন্যা, জয়ন্ত সরকার, তাশদিয়া হাক্কাত তাইয়্যিবা, আতকিয়া আক্তার মিম, ইরফাত জাহান ইমা, স্কুল অলিম্পিয়াড জুনিয়রে মো. রাইসুল হাসান, ইসরাত জাহান পুষ্পিতা, আজেমেরী সুলতানা, অংকিতা ঘোষ চৈতী, মুন সাহ নিশিতা, কলেজ পর্যায়ে রেজাউল বিন ইসলাম শুভ, ইয়ানিনা অনন্যা, রুদ্র পাল, মরিয়ম আক্তার মিম, তাসদিয়া হাক্কাত তাইয়্যিবা।

প্রকল্প বাস্তবায়নে সিনিয়র গ্রুপে প্রথম গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় গৌরীপুর সরকারি কলেজ, তৃতীয় গৌরীপুর মহিলা কলেজ।

জুনিয়র গ্রুপে ১ম গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, ৩য় যৌথভাবে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় ও রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT