ঢাকা (রাত ২:০০) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

গৌরীপুরে কুকুরের কামড়ে ১৮ জন আহত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock রবিবার রাত ০৯:১৯, ৩ মার্চ, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে দুদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৮জন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

রবিবার ও শনিবার উপজেলা ও পৌর শহরের পৃথক পৃথক স্থানে এই ঘটনা ঘটে।

রবিবার কুকুরের কামড়ে আহতরা হলেন- পৌর শহরের মধ্যবাজার মহল্লার অঞ্জনা রানী (৪৪), মধ্য ভালুকা মহল্লার মোঃ আরিয়ান (৪), বেকারকান্দা গ্রামের মোঃ সিয়াম (৩), ঘোষপাড়া মহল্লার মোঃ সাইম (৮), সরকার পাড়া মহল্লার অরণ্য সরকার (৭), কৃষ্ণ সরকার (৩), মোঃ রফিক (৬), শিমুল (৬),জায়ান (৫)। এছাড়া শনিবার কুকুরের কামড়ে আহতরা হলেন- সতিষা গ্রামের নুরুল হকের মেয়ে ফাতেমা খাতুন(১০) ও জহিরুল ইসলামের মেয়ে জিনিয়া(৫) পশ্চিম দাপুনিয়া মহল্লার পায়েল আহম্মেদের ছেলে রাফি (৫) ও জায়েদুল ইসলামের স্ত্রী রুণা আক্তার(৩০), সাতুতি গ্রামের ঝর্ণা আক্তার(৯) ও ইসমাইল(৬), রুনা আক্তার(৩২, সামিহা(৭), জান্নাতুল(১৪)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা বিনতে মজিদ বলেন, আজ কুকুরের কামড়ে আহত নারী ও শিশু সহ নয়জন হাসপাতালে এসেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ভ্যাকসিনের জন্য ময়মনসিংহের সূর্যকান্ত (এসকে) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গুরুতর আহত রাফির বাবা পায়েল আহম্মেদ জানান, শিশুটি বিকালে বাসায় পিছনে খেলা করছিল, এ সময় একটি কুকুর দৌড়ে এসে তাকে কামড়াতে থাকে। তার ঘাড়, পিঠ ও হাত রক্তাক্ত হয়ে যায়। আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT