ঢাকা (সকাল ৯:৫৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গোমস্তাপুরে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ১১:৫১, ২২ ফেব্রুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে এলাকার একটি খেসারী জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুটি উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাড়ীপাতা গ্রামের রেজাউল করিমের ছেলে হামিম।

এ বিষয়ে শিশুটির পিতা জানান, সোমবার সকাল থেকে হামিম নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মঙ্গলবার থানায় জিডি করতে যাবো এমন সময় পার্শ্ববর্তী খেসারি শাকের জমিতে আমার ছেলে হামিমের লাশ দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে আমার শিশুর মরদেহ আমার কাছে দেয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় হামিমকে হত্যা করা হয়েছে। তার বাম চোখ উপরানো রয়েছে। ঘটনাস্থলে রাজশাহী থেকে সিআইডি এসে কাজ করছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সহকারী পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি দুঃখজনক। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT