ঢাকা (রাত ১:০৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২,আহত ৮

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ০২:২০, ৩১ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাক্টরের সাথে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন।

নিহতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা (৪২) এবং নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগানগর গ্রামের কেতাব উদ্দীনের ছেলে মেহেদী হাসান (৪৫)।

এ বিষয়ে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, শনিবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা সড়কের বংপুর স্থানে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী থেকে রহনপুরগামী একটি মাহিন্দ্রা বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরকে সজোরে ধাক্কা দিলে মাহিন্দ্রাটি রাস্তার পাশে উল্টে যায়। এতে মাহিন্দায় থাকা নারী সুলতানা ও মেহেদী নিহত হন।

গোমস্তাপুর থানার তদন্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. সেলিম রেজা জানান, সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আর আহত হন আরো ৮ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT