ঢাকা (সকাল ৯:৩৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার বিকেল ০৪:৪৩, ২৪ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯টায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। এ সময় উপজেলার গোমস্তাপুর-রহনপুর সড়কের নিমতলা কাঁঠাল এলাকায় সিএনজির সাথে এক মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত হয় মটরসাইকেল চালক এবং আরোহী গুরুতর আহত হয়েছে।

নিহত মটরসাইকেল চালক জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের নাসিম রেজা ওরফে মোবেলের ছেলে হৃদয় (২১) এবং আহত মটরসাইকেল আরোহী একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে মো.অনিক (১৯)।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিলীপ কুমার দাস জানান, আজ রোববার (২৪ অক্টোবর) সকালে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর-রহনপুর সড়কের নিমতলা কাঁঠাল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে থাকা দুই জন হৃদয় ও অনিক ছিঁটকে রাস্তায় পড়ে যান। ফলে চালক হৃদয় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। আর অপর আরোহী তার বন্ধু অনিক গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন দাবি না থাকায় লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত না করেই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও তার সিএনজি আটক করে থানায় রাখা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT