ঢাকা (দুপুর ২:০২) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোমস্তাপুরে অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ০৮:৩৫, ৩১ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচী করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মো.সাদিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, আবু বক্কর, এসএম শফি উদ্দিন, আব্দুল লতিফ, সৈয়দ আব্দুল মতিন, সহকারী শিক্ষক আব্দুল কাদির, মুসলেম উদ্দিন, আবু সায়েদ প্রমূখ।

প্রায় ৪০ মিনিট ব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষকদের লামগ্রান্ট, পিআরএল ও পেনশন প্রদানে গড়িমসি করেন। শুধু গড়িমসি নয় অনৈতিক সুবিধাও চান তিনি। আর তাই তার এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে অতি দ্রুত কর্মস্থল থেকে প্রত্যাহারের দাবি জানান শিক্ষকবৃন্দ।

পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক মোহাম্মদ মনসুর রহমান, মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, মো. শরিফুল ইসলাম, খায়রুল ইসলাম, মাহবুব আলম উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT