ঢাকা (সন্ধ্যা ৭:৩৫) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গোবিন্দগঞ্জে মধ‍্যযুগীয় কায়দায় বাড়ী-দোকানপাটে হামলা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৯:২৫, ২৭ এপ্রিল, ২০২০


তারেক আল মুরশিদ ,গাইবান্ধা থেকেঃ  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার ইজারাদার সান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান সান ট্রের্ডাস ও বড় ভাই মুনের ব্যবসা প্রতিষ্ঠানে দু’দফায় হামলা ভাংচুর করে ৫০ লাখ টাকা ক্ষতি সাধন করেছে নাকাই ইউনিয়নের সাবেক ইউ’পি সদস্য সন্ত্রাসী সাজু মিয়া। সংবাদ পেয়ে পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।এ সন্ত্রাসী হামলায় হাট ইজারাদার সান মিয়া সহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা ও সান মিয়া জানান, নাকাই ইউনিয়নের বহুল আলোচিত বিভিন্ন অপকর্মের মূলহোতা সাবেক ইউ’পি সদস্য সন্ত্রাসী সাজু মিয়া সাথে ব্যবসার বকেয়া টাকা পাওনা নিয়ে এর আগে কথার কাটাকাটি হলে সে সন্ত্রাসী হামলা চালিয়ে সান মিয়া ও তার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিট করে।এ ঘটনায় থানায় সন্ত্রাসী সাজু মিয়া সহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্ত্রাসী সাজু সহ অন্য আসামীরা জামিনে বের হয়ে এসে তাকে বিভিন্ন ভাবে জীবন নাশের হুমকি দিয়ে আসছে। এরপর এবার চলতি বছরে নাকাইহাট ও বাজার সান মিয়ার নামে ইজারা হয়। এতে সন্ত্রাসী সাজু মিয়া সহ ওর সহযোগিদের হাটে সন্ত্রাসী কার্যকলাপ করতে না পেরে তারা গত ২৫ এপ্রিল শনিবার ইফতারের পূর্বমুহুর্তে সাজু মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা চালিয়ে ভাংচুর করে তার ব্যবসা ক্যাশ বাক্স ভেঙ্গে ও হাটের জমার ৩০ লাখ টাকা নিয়ে যায়।সান মিয়া আরো জানান এতে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরে ৯০ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। এ ঘটনায় সান সহ তার জৈষ্ঠ ভাই সজল ও জৈষ্ঠ মা আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলেও সন্ত্রাসী সাজু মিয়া ও তার বাহিনী আজ রবিবার সকালে আবারো তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বলে তিনি জানান। এ বিষয়ে সন্ত্রাসী সাজু মিয়া সহ অন্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT