ঢাকা (রাত ৪:৩৫) রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গোপন আস্তানায় অভিযান, ককটেল ও সরঞ্জামাদিসহ আটক ১

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বুধবার সন্ধ্যা ০৭:১৯, ৬ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর গোপন আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে জেলার শিবগঞ্জ

উপজেলার মনাকষায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব-৫। অভিযানে ককটেল, ককটেল তৈরীর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্র সহ কারিগর তরিকুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তরিকুল ইসলাম (২৮) জেলার শিবগঞ্জ উপজেলার রাজনগর হাঙ্গামী এলাকার রাশেদা বেগম ও মৃত ইয়াসিন আলীর ছেলে।

উদ্ধারকৃত সরঞ্জামাদি ৫টি তাজা ককটেল, ১১টি লোহার হাশুয়া, ২টি কুড়াল সদৃশ স্টিলের পাইপ, ৫টি চাকু, ১৭টি ককটেল তৈরীতে ব্যবহৃত জর্দ্দার খালি কৌটা,

২৫০ গ্রাম বেডের ভাঙ্গা অংশ, ৪০ গ্রাম বিস্ফোরক সদৃশ বস্তু মিশ্রিত কাচের টুকরা এবং ২টি লাল ও স্বচ্ছ টেপ।

 

এ বিষয়ে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবন, নির্বাচন অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিজ গোয়েন্দা দল

ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের ফলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ককটেল বানানোর কারিগর তরিকুলকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা ঈদগাহ মোড়ে তরিকুলের সরদার সাইদুল ইসলাম ওরফে রানার (৫৫) গোপন আস্তানা ও বাসায় অভিযান পরিচালনা করে ৫টি তাজা ককটেল, ককটেল তৈরীর বিভিন্ন সরঞ্জাম ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

 

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে আসামী তরিকুলকে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT