ঢাকা (দুপুর ১২:৩৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গাইবান্ধায় ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রশিক্ষণ কর্মশালা

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock শুক্রবার রাত ১১:৩২, ২২ ডিসেম্বর, ২০২৩

গাইবান্ধায় সংবাদ লেখনী, স্থির ও চলমান চিত্র ধারণে দক্ষতা অর্জন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে গণ উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশ টিভির প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, এশিয়ান টিভির খালেদ হোসেন, একাত্তর টিভির শামীম আল সাম্য ও ইনডিপেনডেন্ট টিভির আরিফুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন সিএনএন বাংলা টেলিভিশনের ফারহান শেখ।

পরে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ও গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কুদ্দুস আলম, এখন টিভির বগুড়া ব্যুরোর স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, সময় টিভির সাবেক চিত্রগ্রাহক ও সংগঠনের সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম মুন্না।

এসময় স্ক্রিপ্ট এর ভাষা, চিত্রধারণের নানা তাত্তি¡ক বিষয় ও সংবাদকে চিত্রের মাধ্যমে আকর্ষণীয় করে তোলার পদ্ধতি হাতে কলমে শেখানো হয়। প্রশিক্ষকরা চিত্রগ্রাহকদের নানা প্রশ্নেরও উত্তর দেন।

এই প্রশিক্ষণে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০জন চিত্রগ্রাহক অংশ নেন। তাদের হাতে কর্মশালায় অংশ গ্রহনের সনদ তুলে দেন অতিথিরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT