কেশবপুরে করোনা সময়কালে ভ্রাম্যমাণ আদালতে ২৬৬ মামলায় ৬ লাখ টাকা জরিমানা
মোঃ কামরুজ্জামান বুধবার রাত ১০:৩৮, ৩ জুন, ২০২০
মোরশেদ আলম, যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোর কেশবপুরে করোনার সংক্রমণ রুখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬৬টি মামলায় ৬ লাখ ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন, উপজেলা প্রশাসনের এসব ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ডে দন্ডিত হয়েছেন ২৬৬ জন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে গত মার্চ ২০২০ থেকে কেশবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে অভিযানগুলো পরিচালিত হয়। গত মার্চ মাস থেকে ১ জুন ২০২০ পর্যন্ত মোট ২৬৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ লাখ ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানার এসব অর্থ নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে এবং বর্তমান পরিস্থিতিতে কেউ যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে না পারেন তার জন্যও অভিযান চালোমান রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।