ঢাকা (দুপুর ২:৪৬) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে ৭টি বাসসহ আটক ২’শ ৯ জন যাত্রী

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার রাত ১০:১৬, ১২ এপ্রিল, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  ফরিদপুর জেলার মধুখালীতে অবস্থিত আলত খান জুট মিলের ৭টি বাস ও ২০৯ যাত্রীকে আটক করেছে কুড়িগ্রাম থানার পুলিশ।রবিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় তাদেরকে শহরের খলিলগঞ্জ এলাকায় আটক করা হয়। আটককৃত ২০৯ জন যাত্রীর মধ্যে ২ জন উলিপুরের এবং বাকী  ২০৭ জন নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।এরা সবাই জুট মিলের শ্রমিক ও তাদের পরিবারের লোকজন।

বাসের যাত্রীরা জানান, আমরা আলতু খান জুট মিলে কাজ করি। গত ২৪ মার্চ থেকে মিল বন্ধ। মালিক আমাদেরকে ১৪দিন ঘরে রাখার পর তাদের নিজস্ব বাসে কুড়িগ্রামে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে।

কুড়িগ্রাম সদর থানার এসআই সজীব জানান, ৭টি বাস ও যাত্রীদের নাগেশ্বরী থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নাম ঠিকানা নেয়ার পর আটককৃতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT