ঢাকা (রাত ১১:০৯) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের উলিপুরে ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগে আটক ১

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ১০:২২, ৭ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগে নুর আমিন ওরফে ভোলা (১৩) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃত কিশোর উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ার গ্রামের শহিদুল ইসলামের পুত্র।

জানা গেছে,গত রবিবার (০৬ সেপ্টেম্বর) বিকালে ওই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় নরপিশাচ  নুর আমিন  শিশুটিকে খেলার কথা বলে তার বাড়িতে নিয়ে যায়।এ সময় নুর আমিনের বাড়িতে লোকজন না থাকার সুযোগে সে শিশুটিকে ধর্ষন করে। পরে শিশুটির কান্না শুনে ভিকটিমের মা ও দাদি দৌড়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর তারা শিশুটিকে চিকিৎসার জন্য উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন।বর্তমানে শিশুটি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে সোমবার(৭ সেপ্টেম্বর)  দুপুরে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT