কুষ্টিয়ায় জোড়া মাথা ও তিন হাতওয়ালা শিশুর জন্ম
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১১:৪১, ২৭ অক্টোবর, ২০১৯
রফিকুল ইসলাম : গতকাল ৩টার দিকে কুষ্টিয়ার সনো ডায়াগনস্টিক সেন্টারে ড. সুস্মিতা পালের তত্বাবধানে
জোড়া মাথা ও তিন হাতওয়ালা শিশুটির জন্ম হয়।
জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার দহকুলার তরিকুলের স্ত্রী এ্যানি আক্তার উক্ত শিশুটির জন্ম দেয় । জন্মের পর থেকেই এই শিশুটিকে দেখতে কুষ্টিয়ার সনো ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অঞ্চলের উৎসুক জনসাধারণ ভিড় জমায়।
কুষ্টিয়ায় এ ধরনের শিশুর জন্ম এটিই প্রথম। বর্তমানে শিশুটিকে কুষ্টিয়া সনো ডায়াগনস্টিক সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে । এ রির্পোট লেখা পর্যন্ত শিশুটি সুস্থ ছিল ।
চিকিৎসকেরা জানান, ৭২ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত শিশুটি পুরোপুরি আশংকামুক্ত নন ।