কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে আবারো দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০৮:১৮, ১৩ জুন, ২০২২
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৩ এ বিশেষ স্থান অধিকার করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এ র্যাংকিংয়ে তারা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান ধরে রেখেছে এবং সারা বিশ্বের মধ্যে ১০০১-১২০০ এর মধ্যে অবস্থান করছে।
গত বুধবার (৮ জুন) আনুষ্ঠানিকভাবে এ র্যাংকিং প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এনএসইউ বাংলাদেশে কিউএস এশিয়া র্যাংকিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি গত তিন বছরে র্যাংকিংয়ে ১৩৫ ধাপ এগিয়েছে। প্রতি বছর নতুন নতুন বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হচ্ছে।
তারা জানায়, গত বছর এনএসইউ টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ের জন্য যোগ্যতা অর্জন করে। এ বছর আবেদন জমা দেওয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যে অবস্থান জানানো সম্ভব হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, র্যাংকিংয়ে ফলাফল যাই হোক না কেন, এনএসইউ অবিচল থাকবে।