ঢাকা (রাত ১২:২৫) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News দুই ধাপে বিশ্ব ইজতেমা, তারিখ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা Meghna News ভোলায় গাছের নিচে চাপা পরে যুবকের মৃত্যু Meghna News চাঁপাইনবাবগঞ্জে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদায়নসহ সাত পুলিশ সদস্য ক্লোজড Meghna News চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের জমি নিয়ে দুই পক্ষের ককটেল বিষ্ফোরণ, আহত ২ Meghna News চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগের দুই নেতা কারাগারে Meghna News সোনামসজিদ স্থলবন্দরে কোন চাঁদাবাজি থাকবে না Meghna News সিলেটে বিমান ভাড়া নিয়ে বৈষম্য !! ক্ষোভ সিলেটবাসীর Meghna News দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্মৃতি হত্যার বিচারের দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ Meghna News উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া Meghna News ইসরায়েলের বিমান হামলায় লেবাননে বাংলাদেশি নিহত

কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে সিরাজগঞ্জে বাবুই পাখির বাসা

নাজমুল হোসেন নাজমুল হোসেন Clock বুধবার রাত ১০:০৫, ৮ জুলাই, ২০২০

নাজমুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ    কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের তালের পাতায়/নারিকেলের পাতায় মোড়ানো নিপুণ কারুকার্য খচিত বাবুই পাখির বাসা। পরিবেশ বিপর্যয়ের কারণে বাবুই পাখির বাসা অনেকটা বিলীন হতে চলেছে। অথচ আজ থেকে প্রায় ১৪-১৫ বছর আগেও গ্রাম-গঞ্জের মাঠ-ঘাটের তাল গাছে দেখা যেত এদের বাসা। বাবুই পাখির বাসা শুধু শৈল্পিক নিদর্শনই নয়, মানুষকে স্বাবলম্বী হতে উৎসাহিত করতো।

কবি রজনী কান্ত সেনের ভাষায়, ‘বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়েঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার ’পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি-ঝড়ে।’ সরেজমিনে জানা যায়, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বহুলী ইউনিয়ন এবং তাড়াশ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম-গঞ্জে এখন আর আগের মতো চোখে পড়ে না বাবুই পাখি ও তার তৈরি দৃষ্টিনন্দন ছোট্ট বাসা তৈরির নৈসর্গিক দৃশ্য। বাবুই পাখির নিখুঁত বুননে এ বাসা টেনেও ছেঁড়া কষ্টকর। প্রতিটি তালগাছে ৫০ থেকে ৬০টি বাসা তৈরি করতে সময় লাগে ১০-১২ দিন।

খড়, কুটা, তালপাতা, ঝাউ ও কাশবন ও লতা-পাতা দিয়ে বাবুই পাখি উঁচু তালগাছে বাসা বাঁধে। সেই বাসা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি অনেক মজবুত। প্রবল ঝড়েও তাদের বাসা ভেঙে পড়ে না। পুরুষ বাবুই পাখি বাসা তৈরির পর সঙ্গী খুঁজতে যায় অন্য বাসায়। সঙ্গী পছন্দ হলে স্ত্রী বাবুইকে সাথী বানানোর জন্য পুরুষ বাবুই নিজেকে আকর্ষণীয় করতে খাল, বিল ও ডোবার পানিতে গোসল করে গাছের ডালে ডালে নেচে বেড়ায়। চমৎকার বাসা বুনে বাস করায় এ পাখির পরিচিতি বিশ্বজোড়া। বাবুই পাখির অন্যতম বৈশিষ্ট্য হলো- রাতের বেলায় ঘর আলোকিত করতে জোনাকি পোকা ধরে নিয়ে বাসায় রাখে এবং সকাল হলে ছেড়ে দেয়।

প্রজনন সময় ছাড়া অন্য সময় পুরুষ ও স্ত্রী বাবুই পাখির গায়ে পিঠে তামাটে কালো বর্ণের দাগ হয়। নিচের দিকে কোন দাগ থাকে না। ঠোঁট পুরো মোসাকার ও লেজ চৌকা। তবে প্রজনন ঋতুতে পুরুষ পাখির রং হয় গাঢ় বাদামি। অন্য সময় পুরুষ ও স্ত্রী বাবুই পাখির পিঠের পালকের মতই বাদামি হয়।

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে দেয়াল ঘর গ্রামের সাবেক ইউপি সচিব মোঃ আব্দুল মজিদ বলেন, ‘ছোটবেলায় দেখতাম রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তালগাছগুলোর মধ্যে অনেক বাবুই পাখির বাসা ছিল। কিন্তু এখন বাবুই পাখির বাসা আর দেখা যায় না। বাবুই পাখির বাসাটি আজ হারিয়ে যেতে বসেছে। বিভিন্ন এলাকাজুড়ে বাবুইপাখি তালগাছে তারা বাসা বাঁধতো কিন্তু এখন আর বেশি দেখা যায় না। তাদের কিচিরমিচির শব্দে সকালবেলা আমাদের ঘুম ভাঙে।তিনি আরও বলেন , কিন্তু এখন তাড়াশ উপজেলায় শৈল্পিক পাখিকে দেখা না যাওয়ায় এ প্রজন্মের সন্তানরা ভুলে যেতে বসেছে বাবুই পাখিকে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT