কানাইঘাটে জায়গা জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
মোঃ কামরুজ্জামান রবিবার রাত ০১:৩১, ৫ জুলাই, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট: সিলেট জেলার কানাইঘাটে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ীর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে গভীর রাতে সন্ত্রাসী হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে রাতের আধারে সন্ত্রাসী হামলায় মহিলা শিশু সহ একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে কানাইঘাট থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আটক করেছে। জানা যায়, কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউপির জয়ফৌদ গ্রামের আজির উদ্দিন চৌধুরীর সঙ্গে তার ভাই মজির উদ্দিনের সঙ্গে বাড়ীর জায়গা ক্রয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় আজির উদ্দিন ও মজির উদ্দিনের মধ্যে কয়েক দফা স্থানীয় সালিশ বৈঠক হয়েছে। কিন্তু কোন ভাবে বিষয়টি নিষ্পত্তি হয়নি। সর্বশেষ গত শুক্রবার বিকালে উক্ত জায়গার বিরোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরে মজির উদ্দিন পরিকল্পিত ভাবে আজির উদ্দিন চৌধুরীর ঘরের বিদ্যুৎ লাইন কেটে দেয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে বিদ্যুৎ বিহীন অবস্থায় শুক্রবার রাতে আজির উদ্দিন চৌধুরী ও তার পরিবারের সদস্যরা তাদের বাড়ীতে ঘুমিয়ে পড়লে প্রতিপক্ষের একই গ্রামের আব্দুন নুরের পুত্র মজির উদ্দিন, রহিম উদ্দিন, শফিকুর রহমানের পুত্র কবির উদ্দিন, ছইফ উদ্দিন, কবির উদ্দিনের পুত্র তারেক আহমদ, তোফায়েল আহমদ, তানভীর আহমদ, তাওহিদ আহমদ, হাজী তজম্মুল আলীর পুত্র ছুব্বুর আহমদ, আব্দুর রশিদের পুত্র আজির উদ্দিন, আজির উদ্দিনের পুত্র সাহেদ আহমদ গংরা দেশিও অস্ত্র সস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালায়। এতে প্রতিপক্ষের মজির উদ্দিন ও কবির উদ্দিন গংদের সন্ত্রাসী হামলায় ও ইট পাটকেলের আঘাতে গুরুতর আহত হন একই গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র আজির উদ্দিন চৌধুরী (৫৫), আজির উদ্দিন চৌধুরীর স্ত্রী ফখরুন নেছা (৫০), আজির উদ্দিন চৌধুরীর পুত্র কামাল উদ্দিন চৌধুরী (৩০), জুবায়ের আহমদ চৌধুরী (২২), আজির উদ্দিন চৌধুরীর মেয়ে নাসিমা আক্তার চৌধুরী (১৮), ফাতেমা জান্নাত চৌধুরী (২৫)। এ সময় তাদের শুর-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় রাতেই কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের আব্দুস সুবুর, তারেক আহমদ, তোফায়েল আহমদ, ছইফ উদ্দিন, জাহাঙ্গির আলমকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আজির উদ্দিন চৌধুরী বাদী হয়ে প্রতিপক্ষের ১১ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এদিকে ৩নং দিঘীরপার পূর্ব ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বলেন, তাদের দুই ভাইয়ের মধ্যে জায়গা জমি ক্রয় নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। আমরা স্থানীয় ভাবে তাদের ঘটনাটি আপোষ। নিষ্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছি।