ঢাকা (সকাল ৮:৪০) শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত Meghna News যুবলীগ নেতার নেতৃত্বে ভাই-ভাতিজাকে কুপিয়ে যখম Meghna News চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকারসহ আটক-১

কাজেম আলী হত্যার ১৯ দিনেও গ্রেপ্তার হয়নি আসামী, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock শনিবার দুপুর ০২:১৬, ১৮ নভেম্বর, ২০২৩

রাজশাহী কর্মক্ষেত্র পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় তার নিজ গ্রাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে চর দেবিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

কাজেম আলী হত্যার ১৯ দিনেও গ্রেপ্তার হয়নি আসামী, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

মানববন্ধনে চিকিৎসককে রাতের অন্ধকারে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় নিহত ডা. গোলাম কাজেম আলী আহমেদের নিজ গ্রাম দেবিনগরের বাসিন্দা ও স্বজনরা। মানববন্ধনে হত্যার ২০ দিন পরেও কোন আসামী গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে চর্মরোগের জন্য একজন জনপ্রিয় বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন কাজেম আলী। অথচ চিকিৎসা দিয়ে ফেরার পথে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। কিন্তু তিনি সবসময়ই মানুষকে নি:স্বার্থভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। এখন তার সেবা থেকে বঞ্চিতদের মাঝে হাহাকার বিরাজ করছে। অথচ ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যা অত্যান্ত হতাশাজনক।

 

নিহত ডা. কাজেম আলীর প্রতিবেশীরা আরও বলেন, একজন মানবিক চিকিৎসক হিসেবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পরিচিত ছিলেন তিনি। আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের নিকট অনুরোধ, সুষ্ঠু তদন্ত করে হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করা হোক। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবিনগর দাখিল মাদরাসার সহ-সুপার মো. ইসমাইল হোসেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ডা. কাজেমের চাচাতো ভাই মো. আনোয়ারুল হক, আলাতুলি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম, দারুল আসহাব হাফেজিয়া মাদরাসা প্রধান শিক্ষক আব্দুল বারী, চর দেবিনগর জামে মসজিদের ইমাম ফুরকান আলী, গোদাগাড়ী হরিণবিসকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. আখতারুজ্জামান।

 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিহত ডা. কাজেমের প্রতিবেশী ও স্বজনরা। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মধ্যরাতে রোগী দেখে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ গোলাম কাজেম আলী আহমেদ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT