ঢাকা (রাত ১০:২০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

করোনা রোগীদের নিজ হাতে ইফতার দিলেন মেজর(অব.) মোহাম্মদ আলী

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শুক্রবার সন্ধ্যা ০৭:২৫, ১৬ এপ্রিল, ২০২১

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কালীন সময়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, করোনা পজিটিভ রোগীদের পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার করালেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী।

শুক্রবার (১৬ এপ্রিল ২০২১) বিকালে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, করণা আক্রান্ত করোনা উপসর্গ বহনকারী রোগীদের চিকিৎসা সেবার খোঁজখবর নিতে, জীবনের ঝুঁকি নিয়ে, নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করণা ইউনিট পরিদর্শন করেন। পরে করোনা আক্রান্ত ও উপসর্গ বহনকারী রোগীদের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী।

এসময় সাথে ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফাবলিনা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন।

প্রতিবেদক এর সাথে সাক্ষাৎকারে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (অব.) মেজর মোহাম্মদ আলী বলেন, শুধুমাত্র একজন উপজেলা পরিষদের জনপ্রতিনিধি হিসেবেই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নিতে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়েছি।

এখানে যারা ভর্তি আছেন তারা সকলে মৃত্যুর খুব কাছ থেকে দেখেছেন। আমি সকলকে সতর্ক করে বলছি লকডাউন এ আপনারা সরকারি বিধি নিষেধ মেনে চলুন, আপনাদের একটু ক্ষতির জন্য পরিবারের অন্যান্য সদস্যদের বিপদ ডেকে আনবেন।

এসময় তিনি আরো বলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশের মধ্যে প্রথম উপজেলা ভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করেন, যাতে রোগীরা জরুরি মুহূর্তে ঢাকা না গিয়ে দাউদকান্দিতে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন।এই সেবা চালু হয় এখান থেকে আল্লাহর রহমতে অনেক করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT