ঢাকা (সকাল ১১:৪৭) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান Meghna News চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধী চক্রের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২, আহত ২ Meghna News গৌরীপুরে দিনব্যাপী চড়ুইভাতি ও গ্রামীণ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত Meghna News ড. মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে দাউদকান্দি পৌর ছাত্রদল Meghna News পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৯ এর ঘরে Meghna News বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক Meghna News মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ Meghna News ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা Meghna News ইভিএমে নয়, ব্যালটে হবে জাতীয় নির্বাচন Meghna News বিষ্ফোরক মামলায় চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ঝালু-বাবু গ্রেফতার

Join Bangladesh Navy


ওয়ারিশের সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বড় ভাইর বিরুদ্ধে

অভিযোগ

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock সোমবার রাত ১১:১৩, ২৫ মার্চ, ২০২৪

জাল-জালিয়াতীর মাধ্যমে পিতার ওয়ারিশদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে বড় ভাই ইঞ্জিনিয়ার আঃ বাছেদের বিরুদ্ধে।

এ ঘটনায় ছোট ভাই কর্ণেল (অব:) গাজী মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে বড় ভাই ইঞ্জিনিয়ার আঃ বাছেদ সহ তিনজনকে বিবাদী করে শশীভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিবাদীরা হলেন- (১) বড় ভাই ইঞ্জিনিয়ার আঃ বাছেদ (৮৫) পিতা-মৃত ইদ্রিস, (২) ভাতিজা গাজী শহিদুল ইসলাম (৫০) পিতা-
ইঞ্জিনিয়ার আঃ বাছেদ, (৩) ভাতিজা রাশেদুল ইসলাম (৪৫) পিতা-ইঞ্জিনিয়ার আঃ বাছেদ।

লিখিত অভিযোগে গাজী মো. সিরাজুল ইসলাম বলেন, আমার পিতা মৃত ইদ্রিস পন্ডিতের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভাগের সম্পত্তি আমাকে বুঝাইয়া না দিয়া আমার স্বাক্ষর নকল করিয়া আত্মসাতের উদ্দেশ্যে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিবাদী আঃ বাছেদ গংদের নামে সম্পত্তি লিখে নেয়। এবং আমার ভাগের সম্পত্তি জোর পূর্বক ভোগ দখল করে আসছে। আমি বহুবার তাদের নিকট আমার সম্পত্তির ভাগ বুঝিয়া চাইলে বিবাদীরা বিভিন্ন তালবাহানার কথা বার্তা বলিয়া ঘুরাইতে থাকে।

উক্ত বিষয় নিয়া আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানাইলে বিবাদীরা কাহারো কথায় কোন তোয়াক্কা করে না এবং আমাকে বিভিন্ন তারিখে ও সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছে। আমি বা আমার পরিবারের কেউ বিবাদীদের নিকট হইতে আমার ভাগের সম্পত্তি দখল করিতে গেলে আইনশৃঙ্খলা অবনতি সহ শান্তি ভঙ্গের সম্বাবনা রয়েছে। পরবর্তীতে আমি নিরুপায় হয়ে এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানাইয়া শশীভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগটি শশীভূষণ থানার ইনচার্জ রিসিভ করে পরিদর্শক জিল্লুর রহমানের কাছে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। রিসিভ নং-৩৯৩/২৩। তারিখ-০৬/০৫/২৩ ইং।

এ বিষয়ে শশীভূষণ থানার পরিদর্শক জিল্লুর রহমান জানান, দুই পক্ষের সঙ্গে কথা বলে একটি তারিখ দেওয়া হয়। নির্ধারিত তারিখে তারা কাগজপত্র নিয়ে আসবে বলে, কিন্তু আঃ বাছেদ গংরা আসেননি। সিরাজুল ইসলাম আরও বলেন, এছাড়াও আমার আরও ৪ ভাই ও ২ বোনের ভাগের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিবাদী ইঞ্জিনিয়ার আঃ বাছেদ গংদের নামে লিখে নেয়। এ বিষয়ে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আদালতের শরণাপন্ন হব।

বিরোধীয় জমির পরিমান-৫.৮১/ এস এ খতিয়ান নং-৭৭-১/ দাগ নং-৫৯৮, ৬০০, ৬০৪, ৬০১, ৬০২, ৬০৩, ১০৬৪/ জে এল নং-৩৪/ মৌজা-পশ্চিম এওয়াজপুর/ থানা-শশীভূষণ, উপজেলা-চরফ্যাশন, জেলা-ভোলা।

এ বিষয়ে অভিযুক্ত ইঞ্জিনিয়ার আঃ বাছেদ বলেন, এসব সম্পত্তি আমার সব ভাইরা ও ওয়ারিশরা বহু আগেই তৃতীয় এক পক্ষর কাছে বিক্রি করে দেন।

আমি ওই তৃতীয় পক্ষের কাছ থেকে সাফ কাবলামূলে ক্রয় করি। আমি কোন ওয়ারিশের সম্পত্তি আত্মসাত করিনি। এসব তাদের ফালতু কথা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT