ঢাকা (দুপুর ২:০০) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

এইচ. এস. সি. পরীক্ষার ফলাফল ২০১৮

শিক্ষাঙ্গন ২১০৭১ বার পঠিত
এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০১৮

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বৃহস্পতিবার দুপুর ০১:৩১, ১৯ জুলাই, ২০১৮

এইচ এস সি পরীক্ষার ফলাফল HSC Result 2018 আজ ১৯ জুলাই  প্রকাশ করা হবে। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে hsc result 2018 ফলের অনুলিপি হস্তান্তর করা হবে। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফলঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: ১৯ জুলাই

পাশের হার: ৬৬ দশমিক ৬৪ শতাংশ। 

মোট অংশগ্রহনকারী পরীক্ষার্থী: ১৩,১১,৪৫৭

মোট পাস করেছে আট লাখ ৫৮ হাজার ১০১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।

অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে।

মোবাইলে এস এম এস এর মাধ্যমে এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০১৮ জানার পদ্ধতিঃ

  • যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে HSC .
  • এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ

DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board

  • এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।
  •  এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2018 লিখুন।
  • Example: HSC <স্পেস>COM<স্পেস> 123456 <স্পেস> 2018
  • এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT