ঢাকা (সকাল ৭:০৩) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উৎসবমুখর পরিবেশে গৌরীপুরে বড়দিন উদযাপন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার দুপুর ০১:১৪, ২৫ ডিসেম্বর, ২০২৪

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ক্রিসমাস ডে, যা বড়দিন নামে পরিচিত। আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুর উদযাপিত হলো ক্রিসমাস ডে।

বুধবার সকালে উপজেলার পৌর শহরের পশ্চিম ভালুকায় গৌরীপুর প্রধান ব্যাপ্টিস্ট চার্চে বড়দিনের শুভেচ্ছা নিয়ে হাজির হন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান। এ সময় তিনি উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।

দুপুরে কেক কেটে উপসনা ও প্রার্থনা করা হয়। এতে উপস্থিত ছিলেন গৌরীপুর ব্যাপ্টিস্ট চার্চের পালক মিখাইল বিশপ, রমা বিশপ, এ্যামিলিয়া চক্রবর্তী, সিলভিয়া ফার্নান্দেজ, জ্যাকব বাড়ৈ, মাইকেল জয়দারসহ অনেকেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, গৌরীপুরে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

গৌরীপুর ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক হিউবার্ট চক্রবর্তী বলেন, সত্য, সুন্দর, কল্যাণ ও মানবতার জয়গানে ত্রাণকর্তা ও শান্তির দূত হিসেবে এদিন যিশু খ্রিষ্টের জন্ম হয়েছিল। দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT