ঢাকা (রাত ৩:১২) শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উলিপুর পৌরসভার খসড়া বাজেট ঘোষণা

উলিপুর পৌরসভার খসড়া বাজেট ঘোষণা

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock সোমবার রাত ১০:০৫, ২৯ মে, ২০২৩

কুড়িগ্রামে উলিপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ মে) বেলা ১১টায় পৌর মেয়রের আয়োজনে পৌরসভা কার্যালয়ের হলরুমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রস্তাবিত বাজেট পাঠ শেষে বক্তব্য রাখেন, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ। এর আগে উলিপুর পৌরসভার হিসাব রক্ষক নাসির উদ্দিন সরদার ৪৪ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৯১ টাকা ৮০ পয়সার প্রস্তাবিত খসড়া বাজেট পেশ করেন। বাজেটের সম্ভাব্য ব্যয় ৪২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ৭০২ টাকা, সম্ভাব্য উদ্বৃত্ত আয় ১ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৮৯ টাকা ৮০ পয়শা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, কুড়িগ্রাম জেলা অটোরিক্সা, অটোটেম্পু (সিএনজি) পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব, পৌরসভার সাধারণ ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজু, মিজানুর রহমান, খোরশেদ আলম, ফারুকুল ইসলাম, আনিছুর রহমান, আবুল কাশেম, জেহাদ আলী, মিনহাজুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর রওসন আরা বেগম, এনা বেগম, কামরুন নাহার কেয়াসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT