উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কাশেম আর নেই
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম শনিবার দুপুর ০২:০৩, ৮ এপ্রিল, ২০২৩
উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ ছাইফুর রহমানের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আবুল কাশেম শনিবার (৮ এপ্রিল) রাত দেড়টায় উলিপুর পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল (৯৫) বছর। তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যু কালে ১ছেলে, ২নাতি ও ১নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় উলিপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার এলাকায় গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু যোবায়ের আল মুকুল, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।