ঢাকা (রাত ৮:৩৩) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে ৬ দিন ধরে নিখোঁজ মাদরাসার এক শিক্ষার্থী

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫৯, ২৬ মে, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসার এক শিক্ষার্থী ৬ দিন থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা উলিপুর থানায় সাধারণ ডায়েরি করেছে। ঘটনাটি ঘটেছে, গত ২০ মে (শুক্রবার) পশ্চিম কালপানি বজরা এলাকায়।

শিক্ষার্থীর পরিবার ও ডায়েরী সূত্রে জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নের মাজেদুল ইসলামের ছেলে লাজিজুল ইসলাম লাজিজ (১৩) স্থানীয় মাঠের পাড় নূরানী ও হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং পশ্চিম বজরা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত।

গত ২১ মে সন্ধ্যার দিকে বাড়ি থেকে লাজিজুল ইসলাম লাজিজ মাঠের পাড় নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা বলে বেড়িয়ে পড়েন। পরের দিন বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে মাদ্রাসায় যান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন লাজিজুল মাদরাসায় আসেনি।

এ ঘটনায় গত ২৩ মে নিখোঁজ শিক্ষার্থীর পিতা উলিপুর থানায় সাধারণ ডায়েরী করেন (জিডি নং-১১২৪)। এদিকে নিখোঁজের ৬ দিন হলেও ওই শিক্ষার্থীকে না পেয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন পরিবারের লোকজন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, থানায় জিডি হওয়ার পর আমরা নিখোঁজ শিক্ষার্থীর মাদরাসায় খোঁজ নিয়েছি। ওই শিক্ষার্থীর সন্ধান পাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT