ঢাকা (বিকাল ৫:৫১) বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

উলিপুরে ৫শ’ পরিবারের মাঝে ১ হাজার ৫শ’ ফলজ চারাগাছ বিতরণ

উলিপুরে ৫শ’ পরিবারের মাঝে ১ হাজার ৫শ' ফলজ চারাগাছ বিতরণ



সাজাদুল ইসলাম, উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে বসতবাড়ীতে ফলদ বৃক্ষরোপন কার্যক্রমের আওতায় ৫শ’ পরিবারকে বিভিন্ন জাতের  ফলজ চারাগাছ বিতরণ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উলিপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই চারাগাছ বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি। আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা প্রশিক্ষণ অফিসার শামসুদ্দিন মিয়া, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  গোলাম হোসেন মন্টু,উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, পান্ডুল ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, পান্ডুল ইউপি আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সুধাংশু পাল প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে পান্ডুল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫শ’ পরিবারকে ৩টি করে ১ হাজার ৫শ’ ফলজ চারাগাছ বিতরণ করা হয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT