ঢাকা (সকাল ৯:৫৭) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে ১ হাজার ইয়াবাসহ আটক ৩

উলিপুরে ১ হাজার ইয়াবাসহ আটক ৩

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock শনিবার সকাল ১১:২৭, ২০ মে, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে ১হাজার পিস ইয়াবাসহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে গেন্দার আলগা এলাকায় ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই ইউনিয়নের দৈ খাওয়ার চর গ্রামের জহুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৭) ও মহসীন মিয়া (২৩) এবং পার্শ্ববর্তী রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিপন মিয়া (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ছাইফুল্লাহ এর নেতৃত্বে পুলিশের একটি টিম দূর্গম চরাঞ্চলে সাহেবের আলগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গেন্দার আলগা গ্রামেজ ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল-হাজতে পাঠানো হয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT