ঢাকা (রাত ১১:৪০) বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উ‌লিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ১১:৪১, ২৩ মে, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব‌্যক্তি ওই এলাকার মৃত শচীন্দ্রনাথ মজুমদারের পুত্র বিপুল মজুমদার বিপু (৪৫)।

পুলিশ জানায়, রোববার (২২ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমানের নেতৃত্বে, এসআই হারিছুর রহমানসহ এক‌টি চৌকষ টিম অ‌ভিযান পরিচালনা ক‌রেন। পৌর শহরের পোস্ট অফিস মোড়ে অভিযান চালিয়ে মাদক কারবারি বিপুল মজুমদার বিপুকে ১০১ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এছাড়াও মাদক ব্যবসা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও অটো রিকশা জব্দ করা হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) ইম‌তিয়াজ ক‌বির ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, আটক ব‌্যক্তির বিরু‌দ্ধে মামলা দা‌য়েরের পর, রিমান্ড চেয়ে কু‌ড়িগ্রাম জেল-হাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT