ঢাকা (বিকাল ৩:৫৩) শুক্রবার, ১৭ই মে, ২০২৪ ইং

উলিপুরে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ী

উলিপুরে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ী



কুড়িগ্রামের উলিপুরে হঠাৎ ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে কয়েকশত ঘরবাড়ী। এছাড়াও ঝড়ে গাছপালা, আম, কাঁঠাল, বি‌ভিন্ন ফসলসহ বিদ্যুতের খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে।
গত সোমবার দিবাগত রাত ১১টায় আকস্মিক ঝড়ে উপজেলার পৌরসভাসহ পান্ডুল, থেতরাই, গুনাইগাছ, তবকপুর, বজরা ইউনিয়নের বেশ কিছু গ্রামে লন্ডভন্ড হয়। এর ম‌ধ্যে বে‌শি ক্ষ‌তি হ‌য়ে‌ছে পান্ডুল, গুনাইগাছ, বজরা ও দলদ‌লিয়ায়।
ঝড়ের প্রভাবে বাড়ীঘর ভেঙে যায় ও গাছপালা উপরে পড়ে। এছাড়াও অ‌নেক শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হ‌য়ে গেছে। এ ছাড়াও কুড়িগ্রাম-চিলমারী সড়ক ও উলিপুর-রাজারহাট সড়কে বেশ কিছু গাছ ভেঙে পড়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, পান্ডুল ইউনিয়নের তনুরাম গ্রামের আব্দুস সাত্তারের বসত ঘ‌রে বিশাল আকৃতির রেইনট্রি করাই কাজ ঘরের উপর পড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। একই গ্রামের নালার পাড়ের আজিজার রহমা‌নের বসত ঘ‌রে ইউক্লিপ্টার্সের গাছ পড়ে বিধ্বস্ত হ‌য়ে‌ছে। গুনাইগাছ ইউনিয়নে নাগড়াকুড়া দারুল উলুম দাখিল মাদরাসা ভাঙচুর হ‌য়ে‌ছে।
এ বি‌ষ‌য়ে পান্ডুল ইউপি চেয়ারম‌্যান আমিনুল ইসলাম ব‌লেন,  আমার এলাকায় প্রায় ২৫ টি বসতবা‌ড়ী বিধ্বস্ত হ‌য়ে‌ছে। ক্ষ‌তিগ্রস্ত প‌রিবারগু‌লো খোলা আকা‌শের নি‌চে মান‌বেতর জীবনযাপন কর‌ছে। স‌রেজ‌মিন প‌রিদর্শন ক‌রে ইউএনও স‌্যার‌কে জানা‌‌নো হ‌য়ে‌ছে।
এ বিষয়ে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার শোভন রাংসাকে ফোন করা হ‌লে তি‌নি রি‌সিভ না ক‌রে কে‌টে দেন।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া বলেন, আগে থেকে পূর্বাভাস ছিলো রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং তাই হয়েছে।
শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT