ঢাকা (সকাল ১১:২৯) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে চালু রাখা হয়েছে কারুপণ্য রংপুর লিঃ’র উলিপুর ইউনিট

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার বেলা ১২:২৬, ২৯ মার্চ, ২০২০

 সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারুপণ্য রংপুর লিমিটেড এর উলিপুর ইউনিট চালু রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ মার্চ) কারুপণ্য রংপুর লিঃ’র উলিপুর ইউনিটে। যেখানে সরকারি নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল ১০ দিন সকল সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান ১০ দিন ছুটি ঘোষণা করেছে হোম কোয়ারেন্টাইনে থেকে করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশ লকডাউন, গার্মেন্টস সেক্টরও বন্ধ রয়েছে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার নির্দেশনা, জনসমাগম নিষেধ অথচ কারুপণ্য রংপুর লিঃ’র উলিপুর ইউনিট শনিবার(২৮ মার্চ) ৩৬ জন কর্মকর্তাসহ ২শত২৫ জন শ্রমিক নির্বিঘ্নে কাজ করছে। এই ইউনিটে প্রায় ৬ শতাধিক শ্রমিক রয়েছে।করোনা আতঙ্কে অধিকাংশ শ্রমিক আজ কাজে যোগ দেননি। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মাস্ক তৈরির অজুহাত দেখিয়ে সেখানে নির্বিঘ্নে পাপোশ তৈরির কাজ চলছে। সরেজমিন গিয়ে দেখা যায়, মাস্ক তৈরির কোন উপকরণ নেই সেখানে , সেখানে পাট ও গার্মেন্টসের ঝুট দিয়ে তৈরি হচ্ছে পাপোশ। ফ্যাক্টরির কোথাও করোনা প্রতিরোধে সবান, হ্যান্ডওয়াশ বা হান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করণের কোন ব্যবস্থা চোখে পরেনি। কারুপণ্য উলিপুর ইউনিটের ম্যানেজার তপন চক্রবর্তী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তারা ফ্যাক্টরি চালু রাখতে বাধ্য হয়েছেন। স্হানীয় এলাকাবাসী জানান, ফ্যাক্টরি চালু রাখার কারণে আমরা স্থানীয় জনগণ করোনা আতঙ্কের মধ্যে আছি বাইরে যেখানে দুই তিনজন একত্রে থাকতে দেয়া হচ্ছে না, সেখানে কেমন করে ২শত ২৫ জন লোক একত্রে কাজ করছে ? আল্লাহ না করুক, কোনো কারণে যদি এই ফ্যাক্টরিতে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন , তাহলে প্রায় ৬শত পরিবারে এই করোনা ভাইরাস সংক্রমণ করবে। উল্লেখ্য,এলাকাবাসী অতি দ্রুত এটি বন্ধ করার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT