উলিপুরে লুডু খেলাকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম রবিবার রাত ০৯:২৬, ২০ জুন, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে লুডু খেলাকে কেন্দ্র করে কাপড় ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ওই ব্যবসায়ী রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর এলাকায়।
অভিযোগ ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা গেছে,গত শনিবার সন্ধ্যায় (১৯ জুন) ধরনীবাড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিল্লুর রহমানের পুত্র সবুজ রহমানের সাথে বাড়ির গেটের সামনে মোবাইলে লুডু খেলা নিয়ে একই এলাকার সহিদার রহমানের পুত্র মুকুল মিয়া (২৮), সাইফুল ইসলামের পুত্র মাহাবুর রহমানের (৩০) কথা কাটা-কাটি হয়। পরে মুকুল মিয়া ও মাহাবুর রহমান সহ অজ্ঞাত নামা ৩-৪ জন জিল্লুর রহমানের বাড়িতে প্রবেশ করে বাড়িতে স্ত্রী,পুত্র ও মা কে ভয়ভীতি-মারধর করে ঘরে সোপিচের ভিতরে গরু বিক্রি ও বোনদ্বয়ের কাছে জমি ক্রয়ের জন্য ধার করা ১৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট শুরু করে।পরে উপস্থিত লোকজন বাড়ির গেট বন্ধ করে চিৎকার শুরু করলে দুবৃত্ত্বরা টিনের বেড়া ভেঙে পালিয়ে যায়।
এ ঘটনায় জিল্লুর রহমান শনিবার রাতেই উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ভুক্তভোগি পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।