ঢাকা (দুপুর ২:৪৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে মাদকের ভয়াবহতা ও যুব সমাজের অবক্ষয় রোধে আলোচনা সভা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার সন্ধ্যা ০৬:১০, ১২ জুন, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে মাদকের ভয়াবহতা ও যুব সমাজের অবক্ষয় রোধে, সৌহার্দ্য সম্প্রীতির প্রত্যয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উলিপুর বণিক সমিতির হলরুমে জেলা ও উপজেলা শিল্পি সমিতি,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা শিল্পী সমিতির আহবায়ক মিনহাজ আহমেদ মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর গোলাম মোস্তফা, কালের কণ্ঠ শুভসংঘের কুড়িগ্রাম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশিদ মিলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন বাবু।

এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ফিরোজ আলম মন্ডলের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কালের কণ্ঠ শুভসংঘের উলিপুর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, উলিপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এনএস আমিন রেসিডেন্সিয়াল পরিচালক শামীম আখতার আমীন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, উলিপুর থানার উপ-পরিদর্শক মশিউর রহমান, এ্যাড. আইনুল হোসেন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী পার্থ সারথী সরকার, রথীন্দ্র প্রসাদ পান্ডে প্রমূখ।

সভায় বক্তারা, অনেক প্রতিভাবান তরুণরা মাদকের নেশার কবলে পড়ে নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে সামাজিক অবক্ষয়ের পথ বেছে নিয়েছে। যেহেতু মাদকাসক্তি ও নেশাজাতীয় দ্রব্য মানব সমাজের জন্য সর্বনাশ ডেকে আনে তাই নিজ নিজ জায়গা থেকে সকলকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। পরে উদীচী শিল্পীগোষ্টি উলিপুর শাখার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সভায় উলিপুর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সূধিজন উপস্থিত ছিলেন।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT