ঢাকা (রাত ২:৪২) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে মাতালসহ আটক ৬

উলিপুরে মাতালসহ আটক ৬

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১০:৪৫, ১৬ অক্টোবর, ২০১৯

সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুরে মদ খেয়ে মাতলামী করার সময় ৪ মাতালকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার রামদাসদনিরাম গ্রামের মন্টু দাসের পূত্র উত্তম চন্দ্র দাস(৫০), হায়াৎখা কৈ পাড়া গ্রামের আব্দুল করিমের পূত্র মাসুদ রানা (২২), ওই গ্রামের সুবল চন্দ্র দাসের পূত্র উজ্জল চন্দ্র(৩২) ও নারিকেলবাড়ি কাজির চক গ্রামের কাশেম আলীর পূত্র শামীম আহমেদ(৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলা সদরের পূর্বমাথা রেলগেট সংলগ্ন স্থানে প্রকাশ্যে মদ খেয়ে মাতলামী করার সময় ৪ মাতালকে আটক করে পুলিশ।
এদিকে অপর এক অভিযানে উপজেলার দূর্গাপুর বাজার থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দীনেশ চন্দ্র মোহন্ত(৩১)কে আটক করা হয়। সে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা গ্রামের হরিশ চন্দ্র মোহন্তের পূত্র।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জন ও গ্রেফতারী পরওয়ানার আসামীসহ ৬ জনকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT